বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের

৪ বছর মেয়াদী বি,এস,সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ২০১৫-২০১৬ সেশনের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ৷


ভর্তি পরীক্ষা: ২০ নভেম্বর ২০১৫ শুক্রবার  সকাল ১০.০০ টা হতে ১১.২০ পর্যন্ত ।

আবেদনের সময়সীমা : ০১/১০/২০১৫ সকাল ১০টা থেকে ৩১/১০/২০১৫ রাত ১২.০০ টা পর্যন্ত ৷ 


আবেদনের যোগ্যতা : ২০১৫ সালে অনুষ্ঠিত HSC এবং ২০১৩ অনুষ্ঠিত SSC তে
আলাদাভাবে 4.00 থাকতে হবং ৷ HSC পদার্থ , রসায়ন , গণিত এ ইংরেজীতে মোট ১৬ পয়েন্ট থাকতে হবে । প্রতিটি বিষয়ে আলাদা আলাদা করে ৩.৫ থাকতে হবে । যারা ২০১৪ 
সালে HSC পাস করেছে তারাও আবেদন করতে পারবে ৷

পরীক্ষা পদ্ধতি :  মোট প্রশ্ন হবে ১০০ টি। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ২ । পদার্থ , রসায়ন , গণিত এ  ৩০ টি এবং ইংরেজীতে ১০ টি । পরীক্ষা হবে ২০০ নম্বরের । পদার্থঃ ৬০ , রসায়নঃ ৬০, গণিতঃ ৬০, ইংরেজীঃ২০ । প্রতিটি ভল উত্তরের জন্য .৫০ নম্বর কাটা যাবে । পরীক্ষার পাশ নম্বর ১০০।  ১০০ এর কম পেলে মেধা তালিকায় প্রকাশ করা হবে না ।   GPA নম্বর থাকবে ১০০ । এস এস সি এর পয়েন্টকে ৮ এবং এইচ এস সির পয়েন্টকে ১২ দিয়ে গুন করতে হবে (চতুর্থ বিষয় বাদে) ৷  SSC*8 + HSC*12 . 


আসন সংখ্যাঃ
  • ওয়েট প্রসেস এন্ড ইঞ্জিনিয়ারিং -৮০
  • ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং-৮০
  • ফেব্রিক ইঞ্জিনিয়ারিং-৮০
  • এপারেল ইঞ্জিনিয়ারিং-৮০
  • টেক্সটাইল ম্যানেজমেন্ট- ৬০
  • টেক্সটাইল ফ্যাশন ও ডিজাইন -৩০
  • ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং-৩০
  • টেক্সটাইল মেশিন ডিজাইন ও মেইনটেনেন্স -৩০

  মোট -৪৭০

এরমধ্যে মুক্তিযোদ্ধা কোটা ৮টি এবং

উপজাতি কোটা ২টি ৷

SMS এর মাধ্যমে আবেদন পদ্ধতি:
Teletalk সংযোগের Message Option এ গিয়ে BUT<space>HSC পাশের বোর্ডের প্রথম তিন অক্ষর<space> HSC Roll <space> HSC পাশের সাল < space> SSC পাশের বোর্ডের প্রথম তিন অক্ষর <space> SSC Roll <space> SSC পাশের সাল লিখে 16222 নম্বর SMS করতে হবে । উদাহরণ : BUT DHA 123456 2015 DHA 654321 2013 কোটায় আবেদনকারীর প্রতি নির্দেশাবলী : কোটায় আবেদনকারীর ক্ষেত্রে নির্দিষ্ট কোটায় আবেদন করতে নিম্নোক্ত উদাহরন অনুযায়ী 16222নম্বরে SMS করতে হবে ।  নির্দিষ্ট কোটা সমুহ মুক্তিযোদ্ধা সন্তান কোটা (FFQ), উপজাতীয় কোটা (TQ) উদাহরন : BUT DHA 123456 2013 DHA 654321 2011 FFQ উদাহরনটি ঢাকা বোর্ডর এবং মুক্তিযোদ্ধা সন্তান কোটার (FFQ) জন্য। SMS পর সকল তথ্য সঠিক হলে আবেদনকারীর নাম, ফি ও Pin নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। 

তখনআবেদনকারীকে সম্মতি জানানোর জন্য BUT<space>YES<space>pin নম্বর<space>আবেদনকারীর মোবাইলনম্বর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণঃ  BUT YES 87654321 01XXXXXXXXX  .।  আবেদন ফি ৬০০ টাকা। মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে ফি কেটে নিয়ে SMS এর মাধ্যমে তখনই ভর্তি পরীক্ষার রোল নম্বর, username, password জানিয়ে দেয়া হবে ।

আবেদন ফীঃ আবেদন ফি ৬০০ টাকা । 

প্রবেশপত্র গ্রহণ:
http://but.teletalk.com.bd/ ব্রাউজ করে BUT Admission অপশনে click করে username ও password দিয়ে log in করলে আবেদনকারীর তথ্য প্রদর্শিত হবে । ছবি ও স্বাক্ষর upload করে প্রবেশপত্র download করতে হবে ।

কোন সমস্যা হলে বা বুঝতে না পারলে আমাদের ফেসবুক পেজ মেসেজ বা কমেন্ট করতে পারো --    Admission Test Information of BUTex