প্রথমে  www.blogger.com  এই সাইট এ যান ।  এখন জিমেইল চাইবে ।


butexnews@gmail.com   দিয়ে পরবর্তী (Next) এ ক্লিক করুন ।
এবার Password  চাইবে ।  Password :   01938507888 দিয়ে লগ ইন করুন ।  

 এখন নতুন একটা পেজ আসবে ।

এখন চিত্রের ন্যায় কলম এর মত একটা আইকন আছে সেটায় ক্লিক করুন ।


 নতুন একটা পেজ আসবে । এই পেজ এ আপনাকে লেখতে হবে ।

চিত্রের ন্যায় পেজ আসবে যেখানে ১ নং এ  যা লেখবেন তার হেড লাইন লিখবেন, ২ নং এ বিস্তারিত লিখবেন , পিকচার যুক্ত করতে চাইলে ৩ নং এ ক্লিক করে পিকচার এড করবেন (পিকচার যুক্ত না করলেও হবে ), ৪ নং এ (Publish ) ক্লিক করলে Publish  হয়ে যাবে ।   কাজ শেষ ।