![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijVm-fpI5LGPeXen9IO3EzSN46y4aAdVyMiH72SJwqXXubtZbjc8W_gdY9mKzUHkGT52j-kSO2dYByza7jkgKlX7z6a9EFrCV5YNMOQZKpKGGprI06lScGFHnAxmqawmZXeg-djCxAXvQ/s320/One-Day-You-Will-Miss-Me-Sad-Boy.jpg)
হা ও আমার RHR ।। আর কেও না বুঝলেও ও কিন্তু ঠিকই ই বুজবে এই একটা ইঙ্গিত এ । আর আমি কে সেটাও । জানি আমি অনেক খারাপ , তোমার সাথে যা করছি তা অনেক খারাপ হইছে । কিন্তু আমি আমার ভুল বুঝতে পারছি . একবার সুজক দাও আমাকে, সুধু একবার । এই বার ই শেষ। আমি সব ঠিক করে ফেলবো ।তমাকে ছড়া আমি কোনোদিনই থাকতে পারব না। আমার অবস্তা দেখলে তুমি বুঝবা । তুমি আমাকে বলছিলা - কারো জন্য জীবন থেমে থাকে না কিন্তু আমার জীবন থেমে আছে ঠিক ওই জাইগায় , যেখানে রেখে গেছ । জানো কেও আমাকে এখন রাতে ঘুম পাড়িয়ে দেয় না ।কেও আমাকে জদু সোনা বলে না। ফিরে আসো । আমি আর তোমার সাথে খারাপ ব্যাবহার করব না কোনদিন । আমার অনেক শিক্ষা হয়েছে...অনেক বেশি ।
Collected : Butex Crushes & Confessions .
Post a Comment