Proud to be a " BUTexian". Butex শুধু বাংলাদেশ না দক্ষিণ এশিয়ার একমাত্র সরকারী Textile University.। প্রতি বছর মাত্র ৩০০+ জন টেক্সটাইল ইনজিনিয়ার হয়ে বের হয় এখান থেকে। বাইরের দেশে যাওয়ার সুযোগও বেশি। বস্ত্র শিল্পে চিন প্রথম এবং বাংলাদেশ দ্বিতীয়। বাংলাদেশের ৮৩+ আয় হয় বস্ত্র শিল্প থেকে। তাই আর বলার প্রয়োজন নেই যে এর প্রয়োজনীয়তা কত! অন্যন্য ইনজিনিয়ার বাংলাদেশে অনেক বেশি কিন্তু চাকরি অনেক কম। আমি নিশ্চিত করে বলতে পারি টেক্সটাইল ইনজিনিয়ারদের বের হওয়ার পর আর বসে থাকতে হবে না। ভাল ফলাফল করে বের হলে তো রাজার মত থাকতে পারবে। টেক্সটাইল থেকে পড়লে তুমি একসময় নিজেই টেক্সটাইল দিতে পারবে। তোমার জীবন তোমারই, শিদ্ধান্ত নিতে হবেও তোমাকই। আমরা এখানে নতুন। অনেকে টেক্সটাইল ভার্সিটি সম্পর্কে জানে না তাই বিভিন্ন কথা বলতে পারে। কারো কথায় মন খারাপ না করে নিজে বুঝতে চেস্টা কর। অনেকে Buet, Du, Cu, Ku, Ru, Cuet, Kuet, Ruet, Sust, ..... ছেড়ে এখানে ভর্তি হয়। এটা যখন কলেজ ছিল তখনও এসব ইউনিভার্সিটি ছেড়ে অনেকে এখানে ভর্তি হত ।