বর্তমান সময়ে বাংলাদেশের পোশাকশিল্প বিশ্ববাজারে এক মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়েছে।পোশাকশিল্পেরএ ভীত একদিনে রচিত হয়নি।বহুবছরের শ্রমও সাধনার মাধ্যমেই আজকের এ প্রতিষ্ঠিত অবস্থানে বাংলাদেশ।বাংলাদেশের পোশাকশিল্পের ইতিহাস বেশি আগের নয়।বিগত শতাব্দীর ষাটের দশকে এ দেশের পোশাকশিল্পের ভিত্তি রচিতহয়।করাচিভিত্তিক ­”মার্কারী শার্টস” বড় আকারের কিছু টেইলারিং প্রতিষ্ঠান নিয়ে পোশাকশিল্পের ভিত্তি রচনা করে।১৯৬৫-৬৬ সালে করাচি থেকে ইউরোপের বাজারে শার্ট রপ্তানি শুরু করে এ প্রতিষ্ঠানটি।
১৯৭৭-৭৮সালে এদেশে ছিলো শুধুমাত্র ৯টি রপ্তানিমূখী প্রতিষ্ঠান যারা ইউরোপের বাজারে১০লাখ মার্কিন ডলারের ব্যবসা করতো প্রতিবছর।
garment250x200
সেইসময় ৩টি বড় ও সুপ্রসিদ্ধ পোশাক কারখানা ছিলো এদেশে।এগুলো হলো ১।রিয়াজ গার্মেন্টস,
২।জুয়েল গার্মেন্টস,
৩।প্যারিস গার্মেন্টস।
এগুলোর মধ্যে রিয়াজ গার্মেন্টস ছিলো সবচেয়ে পুরনো এবং বাংলাদেশের পোশাকশিল্পের অগ্রপথিক।
ঢাকার উর্দুরোডে প্রথমে স্বল্পপরিসরে ছোট দর্জির দোকান হিসেবে যাত্রা শুরু করে রিয়াজ গার্মেন্টস।এসময় ­ এর নাম ছিলো রিয়াজ স্টোর।১৯৭৩ সালে মেসার্স রিয়াজ গার্মেন্টস নামকরণ করা হয় এবং১৯৭৮ সালে বৈদেশিক রপ্তানি শুরু করে প্রতিষ্ঠানটি।প্­যারিসভিত্তিক প্রতিষ্ঠান ওঁলান্দার কাছে ১ কোটি ৩০লাখ ফ্রাঁ মূল্যের ১০ হাজার পিস শার্ট রপ্তানি করে প্রতিষ্ঠানটি।এট ­িই প্রথম বাংলাদেশে বেসরকারী উদ্যোগে তৈরী পোশাক বিদেশে রপ্তানির কাজ।
দেশ গার্মেন্টস নামে আরোএকটি প্রতিষ্ঠানকেও পোশাকশিল্পের অন্যতম উদ্যোক্তা হিসেবে গণ্য করা হয়।১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়ার দাইযু করপোরেশনের সাথে মিলিত হয়ে এদেশে শতভাগ রপ্তানিমূখী কারখানা স্থাপণ করেদেশ গার্মেন্টস।সর্ব ­প্রথম পোশাকশিল্পে প্রযুক্তির ব্যবহারশুরু করে দেশ গার্মেন্টস।এই প্রতিষ্ঠানটি তাদের ১২০জন কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠায় যার মধ্যে ১১৮ জনেরই নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরী আছে।
বর্তমান সময়ে বাংলাদেশের পোশাকশিল্প বিশ্ববাজারে ২২হাজারবিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করছে এবং এ শিল্পের সাথে জড়িয়ে আছে ৪০ লাখ শ্রমিকের জীবন ও জীবিকা।বাংলাদেশ ­ের মোট রপ্তানিআয়ের শতকার ৮১ ভাগ আয় আসেএই পোশাকশিল্পের মাধ্যমেই।
টেক্সটাইল ইন্জ্ঞিনিয়ারিং পড়ছি আর বাংলাদেশের পোশাকশিল্পের ইতিহাস জানবো না তাই কি হয় নাকি?অন্য কোন ভার্সিটিতে অন্য কোন সাবজেক্টে পড়া কোন বন্ধু যদিগার্মেন্টস শিল্পের ইতিহাস জানতে চায় কি জবাব দিবেন আপনি?তাই ইতিহাসটা জেনে রাখা ভালো।উপকার আপনারই হবে।