
তবে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি করানো হবে কিনা বা নতুন এ ডিপার্টমেন্টে কতজন শিক্ষার্থী ভর্তি করানো হবে তা এখনো নিশ্চিত নন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৬ অক্টোবর বিকেল ৩ টায় মিটিং এ বসবে ভর্তি কমিটি।
বিশ্ববিদ্যালয়টির রেজিস্টার প্রোফেসর মনিরুল ইসলাম বলেন, ভর্তি কমিটির মিটিং এর পর-ই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে চলতি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের-ই যেখানে ক্লাসরুমের সঙ্কট, টিচার সঙ্কট সেখানে নতুন ডিপার্টমেন্ট কেন? জবাবে মি. ইসলাম বলেন, বিকেল নাগাদ বিশ্ববিদ্যালয়ে কোন ক্লাস হয় না। তাই এই সময়টাকে প্রশাসন কাজে লাগাতে চায়। দুই শিফটের মাধ্যমে ক্লাস নিলে এই সমস্যার সমাধান সম্ভব হবে বলে মনে করেন তিনি। উল্লেখ্য, নতুন ডিপার্টন্টের জন্য অধ্যাপক/সহযোগী অধ্যাপক পদে ১ জন, সহকারী অধ্যাপক/প্রভাষক পদে ২ জন, এছাড়া কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৬ জনকে নিয়োগের জন্য উন্মক্ত সার্কুলারের মাধ্যমে বিজ্ঞপ্তি দিতে বুটেক্স কতৃপক্ষকে নির্দেশনা দিয়েছে ইউজিসি।
Post a Comment