নবীন বস্ত্র প্রকৌশলীরা গতানুগতিক পুরনো ধারার চাকরির গন্ডী থেকে বেরিয়ে আসতে পারছে না । ঘুরে ফিরে ডাইং, মার্চেন্ডাইজিং আর ডাইস ক্যামিকেল মার্কেন্টিং । এর বাইরে যেন আর চাকরী নেই !
নতুন অল অভার প্রিন্ট গড়েছেন; অথচ এটা চালানোর জন্য বস্ত্র প্রকৌশলী পাওয়া দুস্কর । ঘুরে ফিরে মাত্র গোটা কয়েক বস্ত্র প্রকৌশলী খুঁজে পাওয়া যায় ।
এখনও অনেক নিটিং ফ্যাক্টরী চলছে বস্ত্র প্রকৌশলী ছাড়া । অথচ এ সেক্টরে ক্রিয়েটিভিটির বিশাল সুযোগ … সুযোগ অনেক উজ্জ্বল ভবিষ্যতের !
বেশীরভাগ টেক্সটাইল মিলে কোয়ালিটি বিভাগে এখনও কোন বস্ত্র প্রকৌশলী নেই ।এখানেও ঘুরে ফিরে মাত্র গোটা কয়েক বস্ত্র প্রকৌশলী খুঁজে পাওয়া যায় ।বলা যায় বায়িং হাউজগুলোতে কিউসি পদে বস্ত্র প্রকৌশলী একেবারেই নেই । অথচ আমার দেখা এটা বেশ প্রেস্টিজিয়াস জব । টেক্সটাইল মিলে বায়িং হাউজের কিউসি… ও যেন দেবতা ।
বিশাল ফিল্ড ফাঁকা পড়ে আছে ডেনিমে, এখানেও ঘুরে ফিরে গোটা কয়েক বস্ত্র প্রকৌশলী ।
বস্ত্র প্রকৌশলী যারা চাকরী খুঁজছেন; চাকরীটা যাদের নিতান্তই জরুরী… তারা বোধ হয় জানেন না, আমাদের স্পিনিং সেক্টরে এখনও অজস্র বস্ত্র প্রকৌশলীর অভাব ।
আপনি কি একজন ক্রিয়েটিভ নবীন বস্ত্র প্রকৌশলী ? চোখ বন্ধ করে ওয়াশিং সেক্টরে ঢুকে পড়ুন; আপনার মন যা চায় তাই করুন… নতুনত্ব এখন ফ্যাশন । গ্যারান্টী দিচ্ছি… পেছন ফিরে আর চাইতে হবে না ।
সব ভালো ফ্যাক্টরীতেই এখন আরএন্ডডি সেকশন আছে; অথচ এখানে বস্ত্র প্রকৌশলী খুঁজে পাওয়া যাচ্ছে না ।
প্লানিং এখন খুব গুরুত্বপূর্ণ একটা সেকশন । বস্ত্র প্রকৌশলী খুঁজে পাওয়া যায় না এখানেও ।
ওভেন ডাইং সেক্টর একটা সাগর… অথচ তেমন বস্ত্র প্রকৌশলী নেই এখানেও ।
চোখ বন্ধ করে একবার ভাবুন তো, দেশের প্রায় সব গার্মেন্টসের জিএম একজন বস্ত্র প্রকৌশলী… তেমন হলে গার্মেন্টস শিল্পের চেহারাটা কেমন হবে । নাক সিটকাবেন না… আপনি হয়তো জানেন না, একটা ভালো ফ্যাক্টরীর গার্মেন্টসের জিএম ডাইংয়ের জিএম এর মতো সমান সুবিধা নিয়েই চলে; বরং কখনও আরো বেশী । হাস্যকর হলেও সত্যি ডাইং জিএমদের এই গার্মেন্টসের জিএমদের খুশী করেই চলতে হয় । এবার বলুন… ক’জন বস্ত্র প্রকৌশলী আছেন গার্মেন্টসের জিএম পদে ।
একজন ডাইং মেশিন ম্যানুফেকচারার এর সাথে কথা হলো গতকাল । বোর্ড বাজারে তার ফ্যাক্টরী; অশুদ্ধ ভাষায় ভুলভাল কথা বলছিল আমার সাথে । বোধ হয় সে নিরক্ষর । আজ সন্ধ্যায় আমার টেবিলের সামনে বসা ছিল একটা ছোটখাটো ওয়াশিং ফ্যাক্টরীর মালিক । ইমেইল এড্রেস লিখতে বলায় সে কলম ভেঙে ফেলছিল । এ মানুষগুলো হয়তো স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত… তথাপি এ মানুষগুলোর অবস্হান, ডাইংয়েই চাকরী করবে গোঁ ধরে বসে থাকা একজন বস্ত্র প্রকৌশলীর চেয়ে অনেক উপরে ।
সর্বশেষে ক্ষমা চেয়ে নিচ্ছি ননট্যাকনিকাল হয়েও যারা এ সেক্টরের গুরুত্বপূর্ণ অবস্হানে আছেন; আপনাদের অবদান এ সেক্টরে অসামান্য । আপনাদের খাঁটো করছি না… বরং আমরা বস্ত্র প্রকৌশলীরা এ সেক্টরে সর্বত্র ছড়িয়ে পড়ে আপনাদের সাথে নিয়ে নিজের ভাগ্য উন্নয়নের পাশাপাশি এ সেক্টর তথা দেশটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি ।
আমি চাইলেই আমাকে বদলাতে পারি; কেউ এসে জোর করে বদলে দিবে না আমার ভবিষ্যৎ ।।
Post a Comment